জবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ আগস্ট


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৮ আগস্ট ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ আগস্ট থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ অক্টোবর।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৯ আগস্ট বেলা ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএস’র মাধ্যমে আবেদন করতে পারবে। যে কোনো দিন যে কোনো সময়ে আবেদন করা যাবে।

উল্লেখ্য, ৯ অক্টোবর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ১৬ অক্টোবর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ৩০ অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত), ৬ নভেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) এবং ১৩ নভেম্বর শুক্রবার ‘ই’ ইউনিটের (ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd) থেকে জানা যাবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।