ব্যাংককে সন্দেহভাজন হামলাকারী চিহ্নিত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মন্দিরে সন্দেহভাজন বোমা হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার মন্দিরের কাছের একটি সিসিটিভি ফুটেজ দেখে ওই সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের সময় হলুদ টি শার্ট পরা এক ব্যক্তি ওই মন্দিরটির পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তির পিঠে একটি ব্যাগ ছিল। প্রথম ফুটেজে ব্যাগটি দেখা গেলেও আরেকটি ফুটেজে সেটি দেখা যায়নি।
মঙ্গলবার সন্দেহভাজন ওই হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় ব্যাংককের এরাওয়ান হিন্দু মন্দিরের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৯ বিদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত কয়েক ডজন মানুষ।
এদিকে মঙ্গলবার ব্যাংককে আবার একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী দেশের পর্যটন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতেই মন্দিরে বোমা হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন।
মঙ্গলবার থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও চাও বলেন, থাইল্যান্ডে এটি সবচেয়ে ভয়াবহ বোমা হামলা
এসআইএস/আরআইপি