ঝুলন্ত ক্যাবল অপসারণের প্রতিবাদ আইএসপিএবির


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০১৫

রাজধানীর মতিঝিল-দিলকুশার প্রধান ও শাখা সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে  ঝুলন্ত ফাইবার অপটিক ক্যাবল (ওভারহেড ক্যাবল) অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস অ্যাসোসিয়েশন (আইএসপিএ)।   

ডিপিডিস ও ডেসকোর এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারের লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে  ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস অ্যাসোসিয়েশন (আইএসপিএ)। সংবাদ সম্মেলনে এই তার অপসারণকে মারাত্মক হুমকি উল্লেখ করে পাঁচটি প্রস্তাবনা আইএসপিএর নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ হাকিম বলেন, এনটিটিএন অপারেটরদের এলডিপি (লাইন ডিস্ট্রিবিউশন পয়েন্ট) পয়েন্টগুলো যেভাবে রয়েছে তাতে ঝুলন্ত তার সরানো সম্ভব নয়। আর যদি ঝুলন্ত তার সরাতে হয় তাহলে এলডিপির সংখ্যা বাড়াতে হবে।

তিনি বলেন, প্রতিবারই এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে ডিপিডিসি ও ডেসকো আইএসপি অপারেটরদের উপর দোষ চাপিয়ে দেয়। তবে এ ধরনের একতরফা দোষ চাপানোর আগে অবকাঠামো ঠিক করে দিতে হবে। হঠাৎ করে অপটিক্যাল ক্যাবল সরালে দেশের বাণিজ্যিক যোগাযোগ (ব্যাংক, শেয়ার বাজার, পোশাক শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ই-মেইল ইত্যাদি) মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। সংবাদ সম্মেলনে এরকম অনাকাজ্খিত পরিস্তিতি এড়াতে আইএসপিএবির পক্ষ থেকে ৫ টি প্রস্তাবনাও তুলে ধরা হয়।

প্রস্তাবনাগুলো হলো:

১. লাস্টমাইল আন্ডাগ্রাউন্ড কানেকশন এনটিটিএন অপারেটরদের নিশ্চিত করতে হবে।

২. এনটিটিএন অপারেটরদের প্রতি মিটারের ভাড়া ২ টাকা হারে নির্ধারিত হয়ে আছে। ইন্টারনেটের মূল্য কয়েকধাপে কমলেও এই মূল্য অপরিবর্তিত রয়েছে। এই উচ্চমূল্য কমাতে হবে।

৩. লাস্টমাইল আন্ডারগ্রাউন্ড সংযোগ স্থাপন ছাড়া যদি কোনও ক্যাবল কাটা হয় তবে এর দায়ভার ডিপিডিসি ও ডেসকোকে নিতে হবে। আরো উল্লেখ্য যে, যেসব এলাকার ক্যাবল কাটা পড়বে সেসব এলাকার ইন্টারনেট ও ডেটা কমিউনিকেশন বন্ধ থাকবে তার দায় দায়িত্বও এই দুই কোম্পানিকে নিতে হবে।

৪. এনটিটিএন লাইসেন্স প্রাপ্তির সুযোগ ডিপিডিসি, ডেসকো ও সিটি কপোরেশনসহ আরও ২-৩টি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে দেওয়া হোক। তা না হলে এনটিটিএনের সুবিধা আইএসপিগুলোর দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে না।

৫. এনটিটিএন অপারেটরদের লাইসেন্স লাস্টমাইল সংযোগ দেওয়ার অনুমতি না থাকাও স্বত্ত্বে তারা সংযোগ প্রদান করছে। অাইএসপিএবি এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানিয়েছে।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।