চট্টগ্রাম নগরে পিইসি পরীক্ষার্থী, সীতাকুণ্ডে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষার্থী এবং সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- বন্দর থানার পোর্ট কলোনি এলাকার ঘাসফুল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুমনা আক্তার (১১) ও সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা ছালেহা বেগম (৬৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে জানান, সুমনা ও তার বান্ধবী পিংকী রিকশায় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশাকে অপর একটি ব্যাটারিচালিত রিকশা পেছন থেকে ধাক্কা দিলে দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় সুমনা মাথায় গুরুতর আঘাত পান।

আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. এয়ার আলী জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের শীতলপুর অংশে চট্টগ্রামমুখী একটি ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা ছালেহা বেগমের মৃত্যু হয়। তিনি সকালে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন।

আবু আজাদ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।