শুভ্রা মুখার্জীর মৃত্যুতে রাবি উপাচার্যের শোক
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
শোক বিবৃতিতে উপাচার্য ও উপ-উপাচার্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কর্মজীবনে প্রয়াতের ব্যাপক অনুপ্রেরণার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াতের শোকাতুর পরিবারবর্গের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভ্রা। এর আগে ৭ আগস্ট তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন শুভ্রা মুখার্জী। ১৯৫৫ সালে তিনি ভারতে চলে যান। এরপর ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
রাশেদ রিন্টু/এআরএ/এমআরআই