স্বামীর দেখা পাননি শওকতের স্ত্রী
সাংবাদিক নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের গ্রেফতারের খবরে ডিবি কার্যালয়ে জামা-কাপড় ঔষধ ও খাবার নিয়ে অপেক্ষায় থাকলেও স্বামীর দেখা পাননি তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ।
কর্তব্যরত ডিবি কর্মকর্তারা দেখা করার অনুমতি দেননি বলে অভিযোগ করেছেন ফেরদৌসী মাহমুদ। দুপুর ২টায় মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমি টেলিভিশনের খবরে শুনেছি যে শওকত মাহমুদকে গাড়ী পোড়ানোসহ তিনটি মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ খবরে আমি ডিবি কার্যালয়ে আসি দেখা করার জন্য।
তিনি বলেন, “তিনি (শওকত) অসুস্থ। অসুস্থতাজনিত কারণে তিনি নিয়মিত ঔষধ খান। সে কারণে কিছু ঔষধ, খাবার ও জামা-কাপড় নিয়ে ডিবি কার্যালয়ে আসি।
কিন্তু দেখা করার অনুমতি দেয় নি ডিবি পুলিশ। সে কারণ অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে স্বামী শওকতকে যে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে তা ডিবি কার্যালয় সূত্রে নিশ্চিত হযেছেন তিনি।
এর আগে মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বলেন, চলতি বছরের গত ২৪ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গাড়ী পোড়ানোর অভিযোগসহ দায়েরকৃত তিন মামলার সম্প্রতি চার্জশিট হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়া হুকুমের আসামি। ওই মামলার অন্য আসামী ছিলেন শওকত মাহমুদ। ওই তিন মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
তবে বিএনপি’র একটি সূত্র জানায়, আদর্শ ঢাকা আন্দালনের আয়োজনে কনভেনশন সেন্টারটিতে ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ ও উত্তর) নির্বাচনে অনিয়ম, কারচুপি ও তথ্য-উপাথ্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশ নিতে এখানে এসেছিলেন শওকত মাহমুদ। শুরুতে ওই এলাকায় অবস্থানরত পুলিশ আটকের বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
# গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার শওকত মাহমুদ
জেইউ/এসকেডি/এমআরআই