ব্র্যাক ব্যাংক ডাকাতি : ৮ ডাকাত ৯ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১১ অক্টোবর ২০১৪

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া ৮ ডাকাতের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল আমিনের আদালত ৯ দিন মঞ্জুর করেন।

জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে জয়পুরহাট সদর রাস্তা সংলগ্ন শাহাজাহান ম্যানসনের ২য় তলায় ব্যাংকের দেয়াল কেটে অভিনব কায়দায় ব্যাংকের ভল্ট ভেঙে ১ কোটি ৯৫ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর ব্যাংকের ম্যানেজার ফজলে রাব্বী চৌধুরীর দায়েরকৃত মামলার জের ধরে পুলিশ ও র‌্যাব দেশের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে পর্যায়ক্রমে ব্যাংক লুটের ৭৫ লাখ টাকা উদ্ধার করা করে।

র‌্যাব ও পুলিশের হাতে আটকরা হলেন- বরিশাল সদরের এম কে রহমান বুলু (৪০), একই এলাকার শামীম হাসান (৪২), নারায়ণগঞ্জের রাজা মিয়া (৪২), ময়মনসিংহের দুই ভাই প্লাবন চন্দ্র (২৫) ও অনুপ চন্দ্র (২২) এবং তাদের মামা নারায়ণগঞ্জের স্বপন চন্দ্র (৪৮), নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাদল (৪০) এবং কুষ্টিয়া জেলা শহরের হাউজিং স্টেট এলাকার ইকবাল হোসেন ইকু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।