কথা বন্ধ করে দিলে সমস্যা বাড়বে


প্রকাশিত: ০৭:১০ এএম, ১৮ আগস্ট ২০১৫

অরাজনৈতিক সংগঠনগুলোর কথা বন্ধ করে দিলে সমস্যা আরো বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় পান্থপথ এলাকার সামারাই কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এসে তিনি এসব কথা বলেন। অবশ্য পুলিশি বাধার কারণে অনুষ্ঠানটি করতে পারেনি আদর্শ ঢাকা আন্দােলন।

গত ২৮ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচনে অনিয়ম, কারচুপির তথ্য-উপাদ্য উপস্থাপন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চেয়েছিল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় জন্ম নেয়া এই সংগঠনটি।

পুলিশি বাধার কারণে অনুষ্ঠানটি করতে না পেরে ড. এমাজউদ্দিন বলেন, আমি বিএনপির লোক নই। এখানো আমরা যারা উপস্থিত হয়েছি তারা বিএনপিকে চাঁদাও দেই না। এরপরও কেন আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হলো?

তিনি বলেন, গত ২৮ এপ্রিল ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদেরকে কি কি অসুবিধার মুখোমুখি হতে হয়েছে, নির্বাচনে কি কি অনিয়ম হয়েছে সেগুলো দেশবাসীর কাছে তুলে ধরতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

যাতে ভবিষ্যতে এই অসুবিধাগুলাের মুখোমুখি সরকারকে হতে না হয় এবং সরকার আরো বেশি সচেতন হতে পারে। এজন্যই মূলত অনুষ্ঠনটির আয়োজন ছিল।

বিএনপিপন্থী এই বুদ্বিজীবী বলেন, আমাদের অন্য কোন অভিযোগ ছিল না। অামি একজন শিক্ষক। এরপরও কেন আমাকে আটকে দেয়া হলো? এটা মস্ত বড় একটি ভুল।

অনুষ্ঠানের জন্য কোন অনুমতি নেয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ঘরোয়া অনুষ্ঠানের জন্য অনুমতির প্রয়োজন হয় না তারপরও আমরা কলাবাগান থানাকে অবহিত করেছি। তারা আমাদেরকে মৌখিত অনুমতি দিয়েছিল।

তিনি বলেন, কোন অভিযোগ করতে আসিনি। সরকার বিরোধী কোন কথা বলতে আসিনি। ভাববেন না অামাকে আটকে দিলে সব কিছুর সমাধান হয়ে যাবে।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, অনুষ্ঠান করতে না দিলে আমাকে একটা ফোন করে জানিয়ে দিলেই হতো। কিন্তু অনুষ্ঠানস্থলে আসার পর বাধা দেয়াটা দুর্ভাগ্যজনক।

সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ড. এমাজউদ্দিন।

অনুষ্ঠানে অংশ নিতে কনভেনশন সেন্টারে এসেছিলেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।

# খালেদাকে দেশে থেকেই সংগ্রাম করতে হবে : ডা. জাফরুল্লাহ

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।