প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৭:০০ এএম, ১৮ আগস্ট ২০১৫

কক্সবাজারে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করে প্রকৌশলীরা।

সংসদ সদসের এই ধরনের কর্মকাণ্ডে  সরকারের ভাবমূর্তি ও মাঠ পর্যায়ে প্রকৌশলীদের কাজের উপযুক্ত পরিবেশ নষ্ট হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, উপজেলা পরিষদ কম্পাউন্ডে মাসিক সাধারণ সভায় ৫ মিনিট বিলম্বে আসার কারণে উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজকে মারধর এবং অকথ্য ভাষায় গালাগালি করেন সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

ইতিপূর্বে এই এমপি মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, বন বিভাগের স্টাফ, শিক্ষকসহ সরকারি-বেসরকারি বহু ব্যক্তিকে মারধর ও গালিগালাজ করেছেন বলেও অভিযোগ জানান বক্তারা।

সংগঠনের প্রেসিডেন্ট ড. এম. শামীম-উজ-জামান বসুনিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-  সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইউম, সহকারী সাধারণ সম্পাদক এস এম গালিব প্রমুখ।

আএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।