প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতে সিইসির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা এবং সকল প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার (১৪ নভেম্বর) ইসি ভবনে আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

নির্বাচন উপলক্ষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের জন্য এ কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালন ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনার আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, কোনো প্রার্থী যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু রাখা হয়। কেন্দ্র ও বুথ নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (রোববার) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সোমবার নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।

এইচএস/এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।