মিটফোর্ড সিএমএসডিতে নতুন পরিচালক


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৮ আগস্ট ২০১৫

সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও সেন্ট্রাল মেডিসিন ষ্টোর ডির্পোটে (সিএমএসডি) নতুন পরিচালক পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিগ্রেডিয়ার জেনারেল মো. পারভেজ কবীরকে সিএমএসডির ও বিগ্রেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়োগ দেয়া হয়।

গত ১৩ আগষ্ট জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দুজন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন। পরে তাদের নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ইতিপূর্বে প্রেষণে নিযুক্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন ও সিএমএসডির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম রসুলকে তাদের স্ব স্ব বদলিকৃত  কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত করা হলো।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।