রাতে ইন্টারনেটে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১৮ আগস্ট ২০১৫

বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতে রাতে ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আর সে নিয়ে খুবই অসন্তুষ্ট শিক্ষার্থীরা। তবে ঘটনাটি বাংলাদেশে নয় দক্ষিণ কোরিয়ায়। খবর বিবিসি।  

খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায়  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত একটা থেকে ভোর ছটা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে না।

কোরিয়া টাইমস জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু গেম খেলার সাইটের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে। রাতে অনলাইনে বড্ড বেশি সময় নষ্ট করে ছেলেমেয়েরা।আর তাতে তাদের দরকারি ঘুম নষ্ট হয়। এছাড়া গেম খেলে শুধু শুধু সময় নষ্ট করে অন্যদেরও যন্ত্রণার কারণ তারা। এসব বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা।

তবে ছাত্রদের অভিযোগ, ক্লাসের পড়াশোনার জন্য গবেষণা করতেই তারা ইন্টারনেট ব্যাবহার করেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।