সেতু পার হতে গিয়ে শিশু নিখোঁজ


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৮ আগস্ট ২০১৫

রামুতে সংস্কার কাজ চলা সেতু পারাপারের সময় বাঁকখালী নদীতে পড়ে গিয়ে এক মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। এসময় আহত হয়েছেন তার মা। সোমবার রাতে রামু-মরিচ্যা আরাকান সড়কের শিকলঘাট বেইলি সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম রিন্টু মনি দে (৩)। সে মহেশখালী উপজেলার আদিনাথ ঠাকুরতলার দিলীপ দের মেয়ে। এ ঘটনায় শিশুটির মা লক্ষ্মী শর্মা (২৭) আহত হয়েছেন। লক্ষ্মী রামুর রাজারকুল ইউনিয়নের দেয়াং পাড়ার উপেন্দ্র শর্মার মেয়ে।

সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।   

স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন মেম্বার জাগো নিউজকে জানান, রাতে ৩ বছরের মেয়ে শিশু রিন্টু মনি দে কে নিয়ে বাপের বাড়িতে আসছিলেন, লক্ষ্মী শর্মা। পথিমধ্যে শিকলঘাট সেতু পারাপারের সময় পাটাতন না থাকার কারণে অসাবধানতাবশত নিচে নদীতে পড়ে যান মা ও মেয়ে। দু’দিনের ভারি বর্ষণের কারণে নদীতে আসা ঢলের পানিতে দীর্ঘক্ষণ সাঁতরে মা লক্ষ্মী শর্মা কুলে উঠতে পারলেও প্রবল স্রোতে তলিয়ে যায় রিন্টু মনি দে।

এ ঘটনার পর থেকে স্থানীয়রা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। তবে এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

এলাকাবাসী জানিয়েছেন, একমাসের মধ্যে সেতুটি সংস্কারের কথা বলা হয়েছিলো। কিন্তু এখন তিন মাস পার হতে চলেছে। অথচ সংস্কার এখনো শেষ হচ্ছে না। সংস্কার কাজ চলাকালে সেতু দিয়ে পারাপারও বন্ধ থাকায় নৌকা দিয়ে পার হতে গিয়ে এলাকাবাসীর ভোগান্তির অন্ত নেই। কয়েকদফা নৌকা ডুবি এবং সেতু থেকে পড়ে ইতোপূর্বে আরো অনেকে আহত হয়েছেন।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।