বার্সাকে রুখেই বিলবাওয়ের শিরোপা জয়


প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৮ আগস্ট ২০১৫

অবিশ্বাস্য এক লক্ষ্যে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মৌসুমের পঞ্চম শিরোপা ঘরে তুলতে পাঁচ গোলের ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু পাঁচ গোলতো দূরের কথা জিততেই পারল না মেসির বার্সা। কাতালানদের ঘরের মাঠে তাদের ১-১ গোলে রুখে দিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে অ্যাতলেতিক বিলবাও।

সোমবার কাম্প ন্যুতে দ্বিতীয় পর্বে শিরোপা জিততে প্রথম থেকেই মরিয়া হয়ে খেলে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণসীমায় গিয়ে খেই হারিয়ে ফেলছিল তারা।

মধ্যবিরতির মিনিট দুই আগে মেসির গোলে স্বপ্ন ধরে রাখে ট্রেবল জয়ী বার্সা।লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক মেসি।কিন্তু শেষ পর্যন্ত এটি ধরে রাখতে পারেনি বার্সা।  

দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন বার্সার রক্ষণভাগের অন্যতম ভরসা জেরার্ড পিকে। ফলে ১০ জনের বার্সাকে পেয়ে চেপে ধরে বিলবাও। ৭৪ মিনিটে সফলতা পায় তারা। আদুরিজের গোলে ম্যাচে সমতা ফেরায় বিলবাও। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছারে তারা। প্রথম লেগে ৪-০ ব্যবধানে জেতায় ৫-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় অ্যাতলেতিক বিলবাও।

দ্বিতীয় পর্বের এই ম্যাচে দলে এনেছিলেন দলের সেরা তারকাদের। একাদশে ফেরেন আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও জেরেমি ম্যাথিউ। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।  

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।