তেজগাঁওয়ে আনসার সদস্যের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৭ আগস্ট ২০১৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শাহীন (২৮) নামে এক আনসার সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে বেগুনবাড়ির লাভরোড এলাকায় রহস্যজনকভাবে একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হন ওই আনসার সদস্য।

গায়ের জামার বুকের নেমপ্লেটে লেখা নাম দেখে পুলিশ নিশ্চিত হয় নিহতের নাম শাহীন। এ ঘটনায় জড়িত অভিযোগে মাঈনুদ্দীন নামে কাভার্ডভ্যানের চালককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের এক সূত্র জানিয়েছে, কাভার্ডভ্যানের চালকের কারণে ওই আনসার সদস্য নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আনসার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি জাগো নিউজকে বলেন, রাত সোয়া ১১টার দিকে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন নামে এক আনসার সদস্য মারা যাওয়ার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ এখন থানায় আছে।

ওসি বলেন, শাহীন নামে ওই আনসার সদস্যের সহকর্মী শান্তনু মজমদার। তারা এক সঙ্গে সাতরাস্তার মোড়ে বিজি প্রেসের সামনে টহলে ছিলেন। তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল।

ওই ঘটনায় ওই কাভার্ডভ্যান চালকের কোনো উদ্দেশ্য ছিল কি-না বা হত্যার চেষ্টা করেছিলেন কি-না তা জানার চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।