নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণে চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম নগর ও জেলার ১৬টি সংসদীয় আসনে নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণে অভিযান নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে নগরের আন্দরকিল্লা চেরাগী পাহাড়, মোমিন রোড, ডিসি হিল ও নন্দনকানন এলাকার সড়কগুলোতে অভিযান পরিচালনা করেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) গণসংযোগ কর্মকর্তা আবদুর রহিম জাগো নিউজকে বলেন, ‘আজ বিকেলে নগরের আন্দরকিল্লা চেরাগী পাহাড়, মোমিন রোড, ডিসি হিল ও নন্দনকানন এলাকায় নির্বাচনী পোস্টার ও ব্যানার সরানোর অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। অভিযানে সড়কগুলোতে থাকা সম্ভাব্য প্রার্থীদের প্রদর্শিত শতাধিক পোস্টার, ব্যানার অপসারণ করা হয়। সোমবার সকালে এ অভিযান পুনরায় শুরু হবে।’

এছাড়া বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তারা নিজ উদ্যোগে নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ করেছেন বলে জানা গেছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ‘নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ যাবতীয় প্রচারণাসামগ্রী অপসারণ করা হয়েছে। এ অপসারণ কাজ অব্যাহত থাকবে।’

এর আগে রোববার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার ( ১৪ নভেম্বর) রাত ১২টার আগে নির্বাচনী এলাকার সব পোস্টার-ব্যানার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে অপসারণ করতে হবে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জাগো নিউজকে বলেন, ‘সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা নিজ এলাকায় বেশ কিছুদিন ধরে প্রচার-প্রচারণার নিমিত্তে বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার, দেয়ালিকা প্রচার করে আসছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এগুলো সরানোর জন্য এ প্রজ্ঞাপন জারি হয়েছে।’

আবু আজাদ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।