প্রবীর সিকদারের অভিযোগ পাগলামি : খন্দকার মোশাররফ


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৭ আগস্ট ২০১৫

জীবনের নিরাপত্তাহীনতার জন্য সাংবাদিক প্রবীর সিকদার যে অভিযোগ তুলেছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
 
নিজের জীবন নিয়ে আশংকা প্রকাশ এবং সম্ভাব্য পরিণতির জন্য স্থানীয় সরকারমন্ত্রীসহ তিনজনকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর সিকদার।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘যে অভিযোগ আনতেছে এটাকে পাগলের পাগলামি ছাড়া আমি আর কিছুই মনে কারি না। তার সাথে আমার কনফ্লিক্টের কোনো ইস্যুই নাই’।

স্থানীয় সরকারমন্ত্রী পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘আমরা রাজনীতি করি। আমরা কাউকে খুন করতে যাব এটা কোনো বাস্তব কথা? এটা কোনো বক্তব্য হতে পারে?’

সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এ ধরনের কথা বলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়টিকে ফরিদপুরের বিষয় উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এর আগে নিজের জীবন নিয়ে আশংকা প্রকাশ এবং সম্ভাব্য পরিণতির জন্য স্থানীয় সরকারমন্ত্রীসহ তিনজনকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার করে পুলিশ।

পরে ফরিদপুরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়।

প্রবীর সিকদারের পরিবার এবং ফরিদপুরের কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন বলেন, হিন্দুদের সম্পত্তি দখল নিয়ে এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে ফেসবুকে লেখার কারণে প্রবীর সিকদার এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।