নেপাল যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৭ আগস্ট ২০১৫

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার নেপাল যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল। আগামী ২০ আগস্ট থেকে নেপালে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও আফগানিস্তান।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের দিকে দৃষ্টি বাংলাদেশ দলের অধিনায়ক মাশুক মিয়া জনির। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশুক মিয়া জনি বলেন, `দলের মনোবল অনেক উঁচুতে। খেলোয়াড়রা দলগত নৈপুণ্য দিয়ে সাফল্য আনতে দৃঢ়প্রত্যয়ী। আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নেপালে যাচ্ছি।`

অধিনায়কের সঙ্গে সুর মিলিয়ে কোচ সাইফুল বারী টিটু শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, `আমার প্রথম একাদশে আটজন খেলোয়াড় খেলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এটিই আমার মূল প্রেরণা। খেলোয়াড়রা খেলার মাঝে আছে এবং নেপালে তারা স্বাভাবিক খেলতে পারলে ও পরিকল্পনা কাজে লাগাতে পারলে আমরা শিরোপা জিতব। যেহেতু দলে ভালো কয়েকজন স্ট্রাইকার আছেন, তাই আক্রমণে থাকবে বৈচিত্র্য। রহমতগঞ্জের মান্নাফ রাব্বী এ ক্ষেত্রে দলের অন্যতম নাম। আর মিডফিল্ডও বেশ ভালো অনূর্ধ্ব-১৯ দলের।`

উল্লেখ্য, আগামী ২২ আগস্ট ভুটান এবং ২৪ তারিখ নেপালের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।