স্বচ্ছ ভোটার তালিকার জন্য সময় বাড়ানো হবে


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৭ আগস্ট ২০১৫

দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। স্বচ্ছ একটি ভোটার তালিকার জন্য প্রয়োজনে সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।

সোমবার বিকেল ৪টায় সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, তালিকা হালনাগাদ প্রক্রিয়া অব্যাহত থাকবে, কেউ ভোটার তালিকা থেকে বাদ যাবে না। সার্ভার স্টেশনের জায়গা নির্বাচনের আগে আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন ছিল বলে সিইসি অভিমত প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার, মো. জামাল উদ্দিন আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মহানগর পুলিশের কমিশনার মো. কামরুল আহসান ও জেলা পুলিশ সুপার নুরে আলম মীনা প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।