স্পেনের নয়া রাষ্ট্রদূত হাসান মাহমুদ


প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৭ আগস্ট ২০১৫

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ১৭ আগস্ট সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

হাসান মাহমুদ খন্দকারকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য স্পেন এর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সাধারণত পেশাদার কূটনীতিকদেরকেই ইউরোপের দেশগুলোতে রাষ্ট্রদূত করে পাঠানো হয়। কিন্তু একজন পুলিশ কর্মকর্তাকে ইউরোপের কোন দেশে পাঠানোর ঘটনা এটাই প্রথম।

২০১৪ সালে পুলিশের সর্বোচ্চ পদ থেকে অবসরে যান হাসান মাহমুদ খন্দকার। তিনি র্যাব এর সাবেক মহা-পরিচালক ছিলেন। বিসিএস (পুলিশ) ১৯৮২ ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৪ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন তিনি। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বসনিয়া ও হারজিগোভিনার সারায়েভোতে মিশন সদর দফতরে গুরুত্বপূর্ণ পদেও নিয়োজিত ছিলেন হাসান মাহমুদ।

তাঁকে পেশাগত জীবনে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)’ এবং ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)’ এ ভূষিত করা হয়।
 
উল্লেখ্য, স্পেন এর মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সাখাওয়াত হোসাইন।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।