মাদারীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৭ আগস্ট ২০১৫

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমারটেক গ্রামে পারভীন বেগম (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সোমবার বিকেলে পুলিশ নিহত গৃহবধূর স্বামী সম্রাট মাতুব্বরকে আটক করেছে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমারটেক গ্রামের মৃত আনার উদ্দিন মাতুব্বরের ছেলে সম্রাট মাতুব্বরের সঙ্গে একই উপজেলার ঘুনসি গ্রামের সালেনুর মাতুব্বরের মেয়ে পারভীন বেগমের বিয়ে হয়। তাদের ঘরে সাদিয়া আক্তার নামে ৫ বছরের একটি মেয়ে আছে। এছাড়াও বর্তমানে ওই গৃহবধু দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলো।

আরো জানা যায়, সোমবার সকালে গৃহবধূ পারভীন বেগমকে গুরুতর আহত অবস্থায় স্বামী সম্রাট মাতুব্বর মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গৃহবধূ মারা যায়।

এ ব্যাপারে নিহতের বোন জেসমিন আক্তার বলেন,সম্রাট আমাদের জানায় পারভীনকে রাতে কালা বাহিনীর লোক কুপিয়েছে। তাকে মাদারীপুর সদর হাসপাতালে আনলে ডাক্তার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছে। এই খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে আসি। ফরিদপুর নেয়ার উদ্দেশ্যে রওনা হলে রাজৈরের টেকেরহাটের কাছাকাছি গেলে পারভীন মারা যায়।

এ ব্যাপারে নিহত পারভীনের বোন জেসমিন আক্তারের স্বামী রাজীব মজুমদার বলেন, মরদেহ নিয়ে যখন বাড়িতে আসা হয়েছে তখন ওর মেয়ে সাদিয়াকে মরদেহের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় সাদিয়া বলে, আমি আম্মুর মুখ দেখবো না। আম্মুর মুখ দেখলে বাবা আমাকে মারবে। বাবা আম্মুর মুখ দেখতে না বলেছে। বাবাই আম্মুকে মেরে ফেলেছে।

এ ব্যাপারে মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একেএম নাসিরুল হক/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।