তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৭ আগস্ট ২০১৫

বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করেন ওই কলেজের কয়েকজন উশৃঙ্খল ছাত্র। প্রায় এক ঘণ্টা পর বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে শিক্ষকদের উদ্ধার করেন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কলেজের একাধিক শিক্ষার্থী জানান, স্নাতক শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ হাওলাদার একদল বহিরাগত নিয়ে অধ্যক্ষের ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জাহিদসহ তার সহযোগিরা পালিয়ে যান।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাহিদ পারভীন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কলেজ গেটে দু’দল ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ হাওলাদারের নেতৃত্বে একদল ছাত্র নালিশ জানাতে তার (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) কক্ষে ঢুকে। অধ্যক্ষ তাদের লিখিত অভিযোগ দিতে বলেন। এ সময় জাহিদ হাওলাদার ক্ষুদ্ধ হয়ে ওই কক্ষে থাকা কয়েকজন শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করেন এবং এক পর্যায়ে তার সহযোগীরা অধ্যক্ষের ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।

তবে জাহিদ হাওলাদার তালা লাগানোর সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে জানান, বহিরাগতরা বার বার কলেজে এসে ঝামেলা করলেও শিক্ষকরা বহিরাগতদের পক্ষ নেন। এর প্রতিবাদে সাধারণ ছাত্ররা অধ্যক্ষের ভবনের গেটে তালা দিয়েছিল।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের (সাহেবের হাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ছাত্রদের মধ্যে ঝামেলার কারণে এক পক্ষ এ ধরনের কাণ্ড ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাইফ আমীন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।