সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তির দাবি গণজাগরণ মঞ্চের


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৭ আগস্ট ২০১৫
ফাইল ছবি

আটক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তির দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। একইসঙ্গে ৫৭ ধারার কালো আইন বাতিলেরও দাবি জানিয়েছেন তারা।

সােমবার বিকেলে শাহবাগ জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ দাবি জানান।

মানববন্ধন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ইমরান বলেন, ক্ষমতাশীনরা তাদের ক্ষমতা দেখিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করার পরও তার উল্টো দিকে হাটছে।

এ সময় সাংবাদিক প্রবীর সিকদারকে দ্রুত মুক্তি না দিলে কঠাের আন্দােলন করার হুশিয়ারি দেন তিনি।

ইমরান আরো বলেন, দেশ স্বাধীন করতে ১৯৭১ সালে প্রবীরের পরিবার শহীদ হয়েছে। রাজাকারদের বিরুদ্ধে লেখালেখি করায় তাকে গ্রেফতার করা হয়েছে। যেটা মুক্ত চিন্তার উপর আঘাত। সরকার প্রভাবশালীদের সঙ্গে প্রভাবিত হয়ে সাংবাদিক প্রবীর সিকদারের উপর আঘাত হানার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

অবিলম্বে শহীদ পরিবারের এই সাংবাদিকের মুক্তি দাবি করে তার উপর যেন নির্যাতন করা না হয় এজন্য সরকারের প্রতি আহ্বান জানান গণজাগরণ মঞ্চের এই মূখপাত্র।

পরে মানববন্ধন কর্মসূচি শেষে শাহবাগ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।

এমএম/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।