আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিষিদ্ধ আমির!
স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ পেসার মোহাম্মদ আমির খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ লক্ষ্যে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে আমিরের পারফরমেন্সের উপর বিশেষ দৃষ্টি রাখবে পিসিবি। আগামী ১-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
স্থানীয় একটি সংবাদ সংস্থাকে রাওয়ালপিন্ডি আঞ্চলিক এক কর্মকর্তা বলেন, স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আমির খুব শিগগিরই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। কেননা, এই সেপ্টেম্বরেই তার নিষিদ্ধের আদেশের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় দলে পেস বোলারের অভাব রয়েছে এবং আমিরের অন্তর্ভুক্তি দলে পেস বোলিং বিভাগকে শক্তিশালী করবে। আমিরের ওপর আমাদের অনেক বড় আশা এবং আমাদের বিশ্বাস অবশ্যই এ বছর শেষ হওয়ার আগেই সে জাতীয় দলে সুযোগ পাবে।
তিনি আরও জানান, পিসিবি তার (আমির) পারফরমেন্সের ওপর এক চোখ রাখছে এবং আশা করা হচ্ছে সে খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমির রাওয়ালপিন্ডি র্যামসের প্রতিনিধিত্ব করবেন।
এ টুর্নামেন্টে নির্বাচকরা আরো কয়েকজন তরুণ ও সিনিয়র খেলোয়াড়ের পারফরমেন্সর ওপরও নজর রাখবেন বলে তিনি জানান।
এমআর