দুই স্কুলছাত্রী হত্যা : বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৭ আগস্ট ২০১৫

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষকরা জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসকে এ স্মারকলিপি দেন।

পুলিশ ও শিক্ষক সূত্রে জানা যায়, স্কুলছাত্রী সুমাইয়া ও হ্যাপি আক্তারের হত্যার বিচারের দাবিতে দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান খানের নেতৃত্বে মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেয়া হয়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। দুই একদিনের মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, আশা করছি ময়নাতদন্তের রিপোর্ট আগামী ১৯ আগস্ট হাতে পাবো। রানাসহ অন্য আসামিদের গ্রেফতারের ব্যাপারে আমাদের অভিযান চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দুই স্কুলছাত্রী সুমাইয়া ও হ্যাপী আক্তারকে হত্যা করা হয়।

এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।