সূর্য দীঘল থেকে লালন


প্রকাশিত: ১১:৩০ এএম, ১৭ আগস্ট ২০১৫

বাংলাদেশের চলচ্চিত্রের আত্মানুসন্ধানমূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দুই দিনব্যাপি এই কর্মশালা আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে দুই দিনব্যাপি আত্মানুসন্ধানের এই প্রয়াসে পথ দেখাবেন প্রখ্যাত আলোকচিত্রশিল্পী এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। তিনি দেশের সবচেয়ে বেশি ‘প্রশ্নাতীত’ মানসম্পন্ন চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবে নন্দিত।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে কয়েকটি চলচ্চিত্র ‘শিল্পমান’ বিচারে সেরা বা শ্রেষ্ঠ; সেই চলচ্চিত্রগুলোর অনেকগুলোই তার ক্যামেরায় নির্মিত।

‘সূর্য দীঘল বাড়ী, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘সুরুজ মিঞা’, ‘পুরস্কার’, ‘হুলিয়া’, ‘দহন’, ‘চাকা’, ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘শ্যামল ছায়া’ থেকে ‘লালন’। চলচ্চিত্রের পাশাপাশি রয়েছে প্রামাণ্যচলচ্চিত্র ‘তাজউদ্দিন: নি:সঙ্গ সারথি’, ‘স্বপ্নভূমি’ বা ‘কর্ণফুলির কান্না’ থেকে ‘১৯৭১’...

‘সূর্য দীঘল থেকে লালন’ মুখোমুখি আনোয়ার হোসেন শীর্ষক কর্মশালা আগামী ২১ ও ২২ আগস্ট ২০১৫, শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ২০ আগস্ট ২০১৫। নিবন্ধনের জন্য যোগাযোগ করুন: ০১৬৭৫ ৬৪২৭৭৭, ০১৯৭১ ১০১১০৬।

এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।