ভেঙে পড়া বিমানে কোটি টাকার খোঁজ


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৭ আগস্ট ২০১৫

পাপুয়ায় ভেঙে পড়া ইন্দোনেশিয়ার ত্রিগান এয়ারফ্লাইটসের এটিআর ৪২-৩০০ টুইন টার্বোপ্রপ যাত্রীবাহী বিমানে ছিল বেশ কয়েক কোটি টাকা। এমনটাই জানিয়েছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা।

সংস্থাটি জানায়, বিমানে ছিল গ্রামের অসহায় মানুষদের সাহায্য করার জন্য কয়েক কোটি টাকা, ওষুধ, জামা কাপড়। চার ব্যক্তি এই টাকা নিয়ে যাচ্ছিলেন ইন্দোনেশিয়ার পূর্বের বেশ কয়েকটি গ্রামে।

সংস্থাটি আরো জানায়, আর্থিকভাবে অসহায় এই সমস্ত গ্রামে প্রায় ৬ দশমিক ৫ বিলিয়ন রুপিহা বা ৪ লক্ষ ৭১ হাজার ৫০০ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৭ লক্ষ ৯২ হাজার টাকা) সাহায্য দেওয়ার জন্য এই বিমানে ছিলেন চার যাত্রী।

এ খবর প্রকাশের পর বিমানটি যে অঞ্চলে ভেঙে পড়ে সেখানে অনেক মানুষ ছুটে যান। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, খবর টাকার খোঁজেই ক্রমশ ভিড় বাড়ছে পাপুয়ার ওকসিবিল অঞ্চলে।

রোববার ৪৯ জন যাত্রী ও পাঁচ বিমানকর্মী নিয়ে ওই এলাকায় ভেঙে পড়েছিল ইন্দোনেশিয়ার বিমানটি। ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপের প্রধান শহর জয়াপুরা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণের ওকসিবিল শহরের দিকে যাওয়ার উদ্দেশ্যে সেনতানি বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। উড়ান শুরুর ৩৪ মিনিট পরই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যব যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।