পুলিশি পাহারায় ছাত্রলীগের কালো পতাকা মিছিল


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৭ আগস্ট ২০১৫

সিরিজ বোমা হামলার প্রতিবাদে পুলিশি পাহারায় কালো পতাকা মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার বেলা ১১ টায় দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা করে জঙ্গিগোষ্ঠী। এ সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং হামলার মদদদাতা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক এবং ক্যাম্পাস পাশ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে এসে মিছিলটি দলীয় টেন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ছাত্রলীগ নেতা শামীম হাসান, আনিছুর রহমান আনিস, জুয়েল রানা হালিম, বিপ্লব কর্মকার, জামিলুর রেজা সেলিম, রবিউল ইসলাম পলাশ প্রমুখ।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।