মন্ত্রিসভায় ‘নতুন কবি’


প্রকাশিত: ১১:০১ এএম, ১৭ আগস্ট ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় নতুন কবির খোঁজ মিলেছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের পর এবার কবির তালিকায় মন্ত্রিসভায় দ্বিতীয় নাম। আর নতুন এই কবি হলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ সদস্য জাগো নিউজকে সোমবার বলেন, স্থপতি ইয়াফেস ওসমান নিয়মিত মন্ত্রিসভায় কবিতা পাঠ করে যাচ্ছেন। আজকের (সোমবার) মন্ত্রিসভায়ও তিনি একটি কবিতা পাঠ করেছেন। এরপর এম এ মান্নান একটি কবিতা পাঠ করেন।

এরপরই অর্থ প্রতিমন্ত্রী বলেন, আপনাকে (ইয়াফেস ওসমান) সব সময় একা ছেড়ে দেয়া যাবে না। এরপর তিনি আয়কর ও ঘুষ নিয়ে নিজের একটি কবিতা পড়েন। বিষয়টি মন্ত্রিসভার সদস্যরা বেশ হাস্যরস ভাবেই নিয়েছে।

নাম প্রকাশ না করে ওই মন্ত্রী আরো বলেন, ভালোই তো, কবিতা লিখতে ও বলতে পারাটা একটি বিশেষ গুন।

স্থপতি ইয়াফেস ওসমান নিয়মিত ভাবে কবিতা পাঠ করে থাকেন মন্ত্রিসভাসহ বিভিন্ন অনুষ্ঠানে। এ জন্য তিনি সভায় কবি হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন বটে।

এসএ/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।