প্রবীর সিকদারের মুক্তি দাবি রাবি সাংবাদিক সমিতির


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৭ আগস্ট ২০১৫

সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। এছাড়া তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় রাবিসাসের সভাপতি এমএ সাঈদ শুভ এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের নিয়ে লেখালেখি করা মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান প্রবীর সিকদারের গ্রেফতার জাতির জন্য কলঙ্কজনক। মুক্তিযুদ্ধ চলাকালে মুসা বিন শমসেরের বিতর্কিত ভূমিকা নিয়ে ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় লেখালেখি করেছিলেন সাংবাদিক প্রবীর সিকদার। এরপর হামলার শিকার হয়ে এক পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয় প্রবীর সিকদারকে।

বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লেখালেখি নিয়ে তিনি সব সময় সরব ছিলেন। কয়েকদিন আগে তিনি নিজের জীবনহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন ফেসবুকের স্ট্যাটাসে। নিরাপত্তা চেয়ে তার করা জিডি না নিয়ে পুলিশ উল্টো তাকে আটক করে হয়রানি করছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

এ ঘটনায় পুলিশি হয়রানি থেকে প্রবীর সিকদারকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে বিবৃতিতে। এছাড়া সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রবীর সিকদারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাবিসাসের নেতৃবৃন্দ।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।