সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে পাকিস্তান
পাকিস্তানে সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা বোমা হামলায় নিহত হওয়ার একদিন পর সোমবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বিবৃতিতে বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকার সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। একই সঙ্গে তিনি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
এসময় সর্বশেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষান্ত না হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সন্ত্রাস দমনে কৌশল পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এর আগে রোববার রাজনৈতিক অফিসে আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা ও পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) শওকত হুসেইন শাহসহ অন্তত ৯ জন নিহত হয়।
নিষিদ্ধঘোষিত লস্কর-ই-জাংভি (এলইজে) এ হামলায় জড়িত বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এসআইএস/এমআরআই