ঋণ খেলাপি মামলা : ২ নারী উদ্যোক্তার কারাদণ্ড
পূবালী ব্যাংকের এসএমই ঋণ খেলাপির দু’টি পৃথক মামলার রায়ে দুই নারী উদ্যোক্তাকে কারাদণ্ড এবং অনাদায়ে টাকার তিনগুণ জরিমানার আদেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জাকিয়া সুলতানাকে দেড় বছর ও রুবি তালুকদাকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন সিলেটের যুগ্ম মহানগর আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো। উভয় মামলার আসামিরা পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূবালী ব্যাংক লিমিটেড সিলেট স্টেডিয়াম শাখা থেকে ২০১০ সালে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা চার লাখ টাকা এবং রুবি তালুকদার দুই লাখ টাকা এসএমই ঋণ গ্রহণ করেন। ঋণ গ্রহণের কয়েক মাস পর তারা উভয়েই ঋণ খেলাপি হন।
পরে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালে উভয়ের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার শুনানি শেষে সোমবার আদালত এই রায় দেন। ব্যাংকের পক্ষে মামলা দুটি পরিচালনা করেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মহব্বত খান।
ছামির মাহমুদ/এসএস/এমআরআই