ঝলমলে চুলের জন্য টকদইয়ের কিছু প্যাক


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৭ আগস্ট ২০১৫

সুস্থ, সুন্দর আর ঝলমলে চুল কে না পেতে চায়! কিন্তু রোদ, ধূলোবালির প্রভাবে আমাদের চুল হয়ে পড়ে রুক্ষ ও অসুন্দর। চুলের সৌন্দর্য ফিরে পেতে ব্যবহার করতে পারেন টক দই। টক দই চুলের পরিচর্যার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখে। চলুন জেনে নেয়া যাক, চুলের যত্নে টকদইয়ের কিছু ব্যবহার-

১. টক দইয়ের সাথে মেথি মিশিয়ে চুলে ব্যবহার করলে, চুল পড়া বন্ধ হয়। প্যাকটি ৪৫ মিনিট মাথায় রেখে, শ্যাম্পু করে নিতে হবে। প্যাকটি হেয়ার ফল দূর করার ক্ষেত্রে অনেক পরিক্ষিত।
২. চুল সিল্কি করতে টক দই, লেমন জুস, মধু, ডিম একসাথে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে নিলে, চুলের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে।
৩. ৩ চামচ দই এর সাথে ২ চামচ নারকেল তেল এবং ৪ চামচ অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে চুলে আধা ঘন্টার জন্য লাগিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। কোঁকড়া চুলের জন্য এই প্যাকটি অনেক উপকারী। এর ফলে চুল সোজা এবং নরম হয়।
৪. আধা কাপ টক দই নিয়ে তা ভালো করে ফেটে পেস্টের মতন করুন। এর পর তা চুলে দিয়ে, চুল একটি টাওয়াল পেচিয়ে রাখুন। ২০ মিনিট পর চুল ভালো ভাবে শ্যাম্পু করে ফেলুন। এতে আপনার চুল হবে কোমল ও ঝলমলে। এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন।

এইচএন/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।