গোপালগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে আহত ৫০


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১১ অক্টোবর ২০১৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে নতুন হাট বসানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন এবং ৪০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
 
শনিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দফায় দফায় কাশিয়ানী সাজাইলের মাজরা গ্রামে এ ঘটনা ঘটে।  আহতদের মধ্যে গুরুতর ১৩ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মাজরা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই মাস আগে হাট বসায় স্থানীয় জালাল মোল্লা গ্রুপের সমর্থকরা। এ নিয়ে জালাল মোল্লা গ্রুপের সঙ্গে সাজাইল ইউপি সদস্য ফায়েকুজ্জামান শেখের সমর্থকদের বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় জালাল মোল্লার লোকজন প্রতিপক্ষের এক সমর্থক পাট ব্যবসায়ী আলীয়ারকে মারধর করে। এর জেরে শনিবার সকালে দুই গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়।
 
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন মাজরা বাজারের ও বিভিন্ন স্থানের ৪০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি ভাঙচুর করে। সংঘর্ষের খবর পেয়ে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।