‘যেখানেই যৌন হয়রানি সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন’
‘নারীর প্রতি যেখানেই যৌন হয়রানি সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। নারী নির্যাতনকে পারিবারিক বিষয় বা ঘরোয়া ব্যাপার বলে চুপ করে থাকলে চলবে না। নির্যাতনের শিকার নারী ও তার পরিবারকে মুখ খুলতে হবে। প্রতিবাদ করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
বলছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ। রোববার ঢাকার বনানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন এই সভার আয়োজন করে।
সভায় নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম আকাশ, সভার আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অদ্রিকা এষনা পূর্বাশা, অ্যাডভোকেট কাজী তামান্না ফেরদৌস প্রমুখ।
জেডএ/পিআর