১৭০ গ্রাম ওজনের জামদানি শাড়ি উপহার প্রধানমন্ত্রীকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০১ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৭০ গ্রাম মসলিন জামদানি শাড়ি উপহার দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা অাজম।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই ঐতিহ্যবাহী ঢাকাই জামদানির ১৭০ গ্রাম ওজনের একটি শাড়ি তুলে দেন মন্ত্রী।

প্রধানমন্ত্রীকে দেয়া এ শাড়িটি ৩০০ কাউন্ট সুতায় বানানো হয়েছে।

ঢাকাই ঐতিহ্যের কথা এলেই সবার আগে আসে মসলিন কাপড়ের নাম। সেই মসলিন বিলুপ্ত হয়েছে বহু বছর আগে।

কথা অাছে যে এ শাড়ি এত মিহি যে একটি দিয়াশলাইয়ের বাক্সের ভিতর রাখা সম্ভব। মুসলিন কাপড় বিলুপ্ত হয়েছে বহু বছর অাগে। তবে এখনও টিকে অাছে জামদানি। এই মসলিন শাড়ি নতুন করে ফিরিয়ে অানার উদ্যোগ নেয়া হয়েছে। সে হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে।

এফএইচএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।