ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০১ নভেম্বর ২০১৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেলেন ওয়ান ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টায় তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার তাকে রাজধানীর কাফরুল এলাকার হাইটেক নামের একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ওয়ান ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বোন আইরিন সুলতানা।

তিনি জানান, তিনি ওয়ান ব্যাংকের সাভার ইপিজেড শাখায় কর্মরত অবস্থায় গত বৃহস্পতিবার অসুস্থতা অনুভব করেন। পরে কাফরুলের বাসায় এসে বিশ্রাম নেন। শুক্রবার সকালে হালকা জ্বর আসে। শনিবার স্থানীয় হাইটেক হাসপাতালে একজন ডাক্তার দেখান। ওই ডাক্তারের পরামর্শে তাকে কয়েকটি স্যালাইন দেয়া হয়। এ সময় ‘ভুল’ ক্যানলা লাগানোর কারণে তার হাতের কয়েক জায়গায় ফুলে যায়। মাঝে মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড ও ইউরিন টেস্ট করে রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা ধরা পড়ে। সোমবার রাতে তাকে হাইটেক হাসপাতালে ভর্তি করে এক ব্যাগ রক্ত দেয়া হয়। সকালে অবস্থা খারাপ হওয়ায় হাইটেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাখতে অপরগতা প্রকাশ করে। ওইদিন বেলা ১১টায় মিজানুর রহমানকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিজানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ওয়ান ব্যাংকের সকল শাখাসহ গোটা ব্যাংকপাড়ায় নেমে আসে শোকের ছায়া। সকাল সাড়ে ১০টায় কাওরান বাজার ওয়ান ব্যাংক প্রাঙ্গণে মিজানুর রহমানের জানাজা শেষে মরদেহ দাফনের উদ্দেশে নিয়ে যাওয়া হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। সেখানে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফনের কথা রয়েছে।

মিজানুর রহমান ব্যাংক কর্মকর্তা স্ত্রী তানিয়া শাম্মী, দুই শিশুপুত্র মোহাম্মদ মুহানাদ (৬) এবং মুনতাজা মেহেকসহ (২) অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরএম/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।