আজকের এইদিনে : ১৭ আগস্ট
১৭ আগস্ট
১৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট (দ্বিতীয়)-এর মৃত্যু।
১৮৫০ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্ববিশ্রুত কথাশিল্পী অনরে দ্য বালজাকের মৃত্যু।
১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।
১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পী মুর্তজা বশীরের মৃত্যু।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে ইন্দোনেশিয়া স্বাধীন প্রজাতন্ত্রে রূপ নেয়।
১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশে ভারত ত্যাগ করে।
২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে কবি শামসুর রাহমানের মৃত্যু।
এইচআর/পিআর