মানবাধিকারকর্মীর অমানবিক নির্যাতন!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৮

রাজধানীর বনশ্রীতে এক গৃহকর্মীকে অমানবিক নির্যাতন করেছেন তার গৃহকর্তা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

এ ঘটনায় গৃহকর্তা শরীফ চৌধুরী ও তার স্ত্রী নাঈমাকে আটক করা হয়েছে। তিনি নিজেকে মানবাধিকারকর্মী বলে পরিচয় দিয়েছেন। তবে তার কাছ থেকে এই পরিচয়ের কোনো আইডি কার্ড পায়নি পুলিশ।

বুধবার দুপুরে দক্ষিণ বনশ্রী ১১ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়ির ছয়তলা থেকে ওই কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ সাখাওয়াত হোসেন।

তিনি জাগো নিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মেয়েটিকে উদ্ধারে ওই বাড়িতে গেলে শরীফ চৌধুরী নিজেকে মানবাধিকারকর্মী বলে পরিচয় দিয়ে পুলিশকে অসহযোগিতা করেন। পরে একপর্যায়ে কিশোরীকে আমাদের সামনে আনা হলে তাকে উদ্ধার করে শরীফকে আটক করা হয়।

ঢামেক সূত্রে জানা গেছে, ওই গৃহকর্মীর পায়ের পাতা ফোলা। পুরো পিঠে অসংখ্য ভোতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ঢামেকে ওই কিশোরী নিজেই সাংবাদিকদের জানান, ওই বাসায় কাজ করার সময় কোনো ভুল হলেই তাকে রড দিয়ে পেটানো হতো।

খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ওই কিশোরীর পরিবার থানায় এসে মামলা করবেন বলে জানিয়েছে।

এআর/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।