চট্টগ্রামে মা-মেয়ে খুনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩৫ এএম, ৩১ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার পাঠানটুলীতে মা-মেয়ে খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে নিহত পারভীনের স্বামী আবদুল মতিনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) মধ্যরাতে নিহত হোসনে আরার মেয়ে ও পারভীনের বড় বোন রেশমি আকতার বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, ‘মা-মেয়েকে শ্বাসরোধে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পারভীনের স্বামী আবদুল মতিনকে আসামি করে মামলা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী মতিনের হাতে খুন হয়েছেন স্ত্রী পারভিন আক্তার ও তার মা হোসনে আরা। ঘটনার পর থেকে ঘাতক মতিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাঠানটুলী পশ্চিম মগ পুকুর পাড়ের গায়েবি মসজিদের বিপরীতে আবদুল হালির মালিকানাধীন দোতলা বাড়ির নিচতলায় পাশাপাশি দুটি ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।