সৃজনশীল প্রশ্নের নমুনা বন্ধে প্রথম আলোকে নোটিশ
সৃজনশীল পদ্ধতিতে সমাপনী পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতিমূলক নমুনা প্রশ্নোত্তর প্রকাশ বন্ধ করতে দৈনিক প্রথম আলোর প্রতি আইনি (লিগ্যাল)নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
রোববার মানবাধিকার সংগঠন আইন অধিকার ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে আগামী ২ সপ্তাহের মধ্যে দৈনিক প্রথম আলোকে ওই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বাজার থেকে সকল সৃজনশীল গাইড প্রত্যাহার করে শিক্ষা ব্যবস্থা রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
একই সঙ্গে ওই নোটিশে শিক্ষা, স্বরাষ্ট্র, তথ্য, ও আইন মন্ত্রণালয় সচিব এবং কোতয়ালী থানার ডেপুটি কমিশনারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
আইনজীবী সৈয়দ মহিদুল কবির বলেন, বাংলাদেশে ১৯৮০ সালের নোট-বুক (নিষিদ্ধ) আইন রয়েছে। এই আইন ভঙ্গ করে প্রথম আলো পত্রিকা তাদের শিক্ষা পাতায় ‘প্রাথমিক শিক্ষা ও সমাপনীর সব বিষয়ের যোগ্যতাভিত্তিক ও জেএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর ধারবাহিকভাবে ছাপা শুরু হবে, নিজে সংগ্রহ করে পড়বে এবং অন্যদেরকেও বলবে’বলে উল্লেখ করা হয়েছে।
যার ফলানুসারে রোববার (১৬ আগস্ট) পত্রিকাটি সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর ছাপা হয়েছে, যা কিনা সৃজনশীল পদ্ধতি সঙ্গে পুরোপুরি বিপরীত। তাই প্রথম আলোর বিরুদ্ধে ১৯৮০ সালের নোট-বুক (নিষিদ্ধ) আইনের ১২ ধারা অনুসারে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে’।
এফএইচ/এএইচ/এমআরআই