জন্মদিনে প্রবাসীদের সঙ্গে আইয়ূব বাচ্চু


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৬ আগস্ট ২০১৫

১৬ আগস্ট। গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর জন্মদিন। এ দিনটি তিনি বরাবরই সাদামাটাভাবে পালন করার চেষ্টা করে থাকেন। তবে এবার তিনি দেশের বাইরে অনুভব করবেন জন্মদিনের আনন্দ।

জন্মদিনের রাতে তিনি পারফর্ম করবেন আমেরিকার আটলান্টার একটি মঞ্চে। সঙ্গে থাকবেন নিজের ব্যান্ড এলআরবির অন্য সদস্যরা। বিশেষ দিনটি কিভাবে উদযাপন করছেন জানতে চাইলে তিনি আমেরিকা থেকে ফেসবুকের মাধ্যমে এসব কথা বলেন।

জানালেন, দূরে থাকায় মিস করছেন পরিবার ও ভক্তদের। তবে গেল রাতেই তিনি স্কাইপে আর ফেসুবকের মাধ্যমে শুভেচ্ছা পেয়েছেন। বাচ্চু বললেন, ‘আমার মিসেস, ছেলেমেয়ে এবং ভাই, ভাইদের স্ত্রী ও অন্য কিছু শুভাকাঙক্ষী কাল রাত ১২টা ১ মিনিটেই আমাকে উইশ করেছে। ওই একই সময়ে এলআরবির সদস্যদের সঙ্গে নিয়ে কেকও কেটেছি। আর এরপর থেকে তো বিরামহীন ফোন শুভেচ্ছায় সিক্ত হয়েই যাচ্ছি।’

বাচ্চু জানালেন, দেশে না থাকলেও এবার অন্য রকম ভালো লাগা কাজ করছে মনে। বিশেষ এই দিনটি তিনি কাটানোর সুযোগ পেয়েছেন আটলান্টা প্রবাসী বাংলাদেশিদের সাথে। দীর্ঘদিন ধরে পরিবার ও স্বজনদের ছেড়ে দূর দেশে থাকা মানুষগুলোর প্রবাস জীবন তার মনকে শান্ত রেখেছে।  

প্রসঙ্গত, ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। ছোটবেলা থেকেই গিটারের প্রেমে পড়েন তিনি। ১৯৯১ সালে বন্ধুরা মিলে গড়ে তুলেন এলআরবি নামের একটি ভিন্ন ধারার ব্যান্ডদল। আইয়ুব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক।

মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। তিনি তার সংগীত জীবনে সবসময়ই পরিবারের সমর্থন পেয়েছেন। আইয়ুব বাচ্চুর কণ্ঠ দেওয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’।

আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। আইয়ুব বাচ্চুর সফলতার শুরু দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে। তিনি বেশ কিছু বাংলা ছবিতে প্লে-ব্যাকও করেছেন। এছাড়া অসংখ্য অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। এর মধ্যে ময়না, কষ্ট, প্রেম তুমি কষ্ট, দুটি মন, সময়, একা, পথের গান, ভাটির টানে মাটির গানে, জীবন, সাউন্ড অব, সাইলেন্স, রিমঝিম বৃষ্টি অ্যালবামগুলো উল্লেখযোগ্য। গেয়েছেন চলচ্চিত্রেও।

আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় কিছু গান- সেই তুমি কেন অচেনা হলে, রূপালি গিটার, রাত জাগা পাখি হয়ে, কষ্ট পেতে ভালবাসি, মাধবী, ফেরারি মন, এখন অনেক রাত, ঘুমন্ত শহরে, বার মাস, হাসতে দেখ, এক আকাশের তারা, উড়াল দেব আকাশে।

দেশ বরেণ্য এই ব্যান্ড তারকার জন্মদিনে শুভেচ্ছা।

এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।