শিশু রাজন হত্যায় চার্জশিট দাখিল


প্রকাশিত: ০১:০০ পিএম, ১৬ আগস্ট ২০১৫

সিলেটে নির্মম নির্যাতনে মারা যাওয়া শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৬টায় সিলেট মহানগর হাকিম আদালত ১ এর বিচারক শাহেদুল করিমের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।

সিলেট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মিসবাহ উদ্দিন সিরাজ জাগো নিউজকে জানান, চার্জশিট গ্রহণ নিয়ে আগামিকাল সোমবার শুনানির দিন ধার্য রেখেছেন আদালত।

জানা গেছে, চার পৃষ্টার এই চার্জশিটে ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।  বাকি তিনজন পলাতক রয়েছে। এরা হচ্ছেন সৌদি আরবে আটক কামরুল ইসলাম, অপর দুই জন শামীম এবং তাঁর ভাই পাবেল দেশেই পলাতক রয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে ৩৮ জনকে সাক্ষী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বিকেল পৌঁনে সাতটায় এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৬ জুলাই মামলার তদন্তভার বুঝে পান ডিবির ওসি সুরঞ্জিত। মামলার তদন্তভার পাওয়ার একমাসের মাথায় তিনি আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মামলার প্রধান আসামি সৌদি আরবে আটক কামরুল ইসলামসহ ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে বর্বরোচিত নির্যাতন করে হত্যা করা হয়। পরে নির্যাতনের ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

ছামির মাহমুদ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।