৯৬ শেয়ার কেলেঙ্কারি : সাক্ষীকে জেরা অব্যাহত


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৬ আগস্ট ২০১৫

১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি মামলার বাদী পক্ষের স্বাক্ষীকে জেরা ও শুনানি অনুষ্ঠিত হয়ছে। রোববার বিএসইসির স্পেশাল ট্রাইবু্নালে এ জেরা ও শুনানী অনিুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার (১৭ আগস্ট) মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।

জেরা ও শুনানীতে বাদী পক্ষের স্বাক্ষীকে সহযোগিতা করেন বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান। অপরদিকে আসামি পক্ষে সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন স্বাক্ষীকে জেরা করেন। এসময় শারীরিক অসুস্থতার কারণে মামলার অভিযুক্ত আসামি মো. আবু তৈয়বের জামিন চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচার হুমায়ুন কবীর।

মামলার আসামিরা হলেন, এ এস শহীদুল হক বুলবুল, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান, আবু তৈয়ব এবং চিটাগাং সিমেন্ট ক্লিংকার গ্রীডিং কোম্পানি। স্বাক্ষ্য জেরা চলাকালে ট্রাইব্যুনালে আসামিরা উপস্থিত ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, আসামিদের পরস্পর যোগসাজসে ১৯৯৬ সালে প্রতারণার মাধ্যমে শেয়ার মার্কেটে ভ্যালু ম্যানুপোলেট করে কার্ভ মার্কেটে শেয়ার বেচাকেনা করে। যার বিপরীতে দুই কোটি ৮২ লাখ টাকা বিদেশি হিসাব খাতে চলে যায়। যা ১৯৬৯ সালের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স লঙ্ঘন।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।