সারাদেশে সরকারি বৃদ্ধাশ্রম ছয়টি : মেনন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, সমাজসেবা অধিদফতরের আওতায় সারাদেশে শান্তি নিবাসের (বৃদ্ধাশ্রম) সংখ্যা ছয়টি।

রোববার জাতীয় সংসদে সাধন চন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, ৬টি শান্তি নিবাসের প্রতিটিতে ৫০ জন করে সর্বমোট ৩০০ জন প্রবীণের থাকার ব্যবস্থা আছে। ঢাকা জেলার ফরিদপুর, খুলনার বাগেরহাট, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহী জেলায় ওই ৬টি শান্তি নিবাস অবস্থিত।

তিনি আরও জানান, সমাজসেবা অধিদফতরের আওতায় সারাদেশে ৮৫টি শিশু পরিবারের প্রতিটিতে ১০ জন করে প্রবীণ থাকার ব্যবস্থা রয়েছে।

বেগম হাজেরা খাতুনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে ২০১৭-১৮ অর্থবছরে বাজেটে ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। ইতোমধ্যে ওই অর্থ ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৫৮টি জেলার জেলা প্রশাসক ও উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ স্বাক্ষরে পরিচালিত ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য রাজধানীর বিমানবন্দর এলাকা, হোটেল রেডিসান, দূতাবাস এলাকা, হোটেল সোনারগাঁ, হোটেল রূপসী বাংলা, বেইলি রোড এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

এইচএস/এনডিএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।