রাজধানীর ২৫৫ ভবন ঝুঁকিপূর্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৮ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ২৫৫টি।

রোববার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের চট্টগ্রাম-১১ আসনের এম. আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০১০ সালে রাজউক ৩২১টি ভবন প্রাথমিকভাবে চিহ্নিত করলেও বর্তমানে ২৫৫টি ভবন ঝুঁকিপূর্ণ। ২৮টি ভবন মালিকপক্ষ পুনঃনির্মাণ করেছেন। অবশিষ্টগুলো ভেঙে ফেলা হয়েছে।

বিদ্যমান ২৫৫টি ঝুঁকিপূর্ণ ভবন বিশেষজ্ঞ কর্তৃক চূড়ান্তভাবে চিহ্নিতপূর্বক ভবন মালিকগণের সঙ্গে আলোচনা করে ভাঙা বা অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।