কোটা পুনর্বহালসহ ৫ দাবি প্রতিবন্ধীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে প্রতিবন্ধী কোটা শর্তহীনভাবে সংরক্ষণ করাসহ পাঁচটি দাবি জানিয়েছে প্রতিবন্ধীরা। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন নামক একটি সংগঠনের ব্যানারে রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি কোটা সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব প্রকার কোটা সংরক্ষণের ব্যবস্থা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু ঢালাওভাবে পুরো কোটা পদ্ধতি বাতিল করতে গিয়ে সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর নির্দেশনা অনুযায়ী সংরক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের কোটা ও বয়সের বিষয়টি বিবেচনায় রাখেননি। এই অবস্থায় বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার সমান অংশীদার হওয়া সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রতিবন্ধীদের।

প্রতিবন্ধী মানুষের প্রতি নিয়োগের ক্ষেত্রে বৈষম্য কমাতে তাদের জন্য কোটা পুনার্বহাল জরুরি উল্লেখ করে আয়োজকদের পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো :

(এক). প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে শর্তহীনভাবে কোটা সংরক্ষণ করা।
(দুই). ৫ শতাংশ কোটা প্রতিবন্ধীদের ধরণ অনুযায়ী ভাগ করে দেয়া।
(৩). তৃতীয় ও চতুর্থ শ্রেণির কোটার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫ শতাংশ কোটা সুনির্দিষ্টভাবে সংরক্ষণ করা।
(৪) সরকারির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণ করা।
(৫) নিয়োগ প্রক্রিয়ায় কোটা পূরণে প্রতিবন্ধী নারী-পুরুষের সমতা নিশ্চিতসহ সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওমেন উইথ ডিসঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, থিমেটিক এক্সপার্ট জাহাঙ্গীর আলম, ডিসিএফএ’র নির্বাহী পরিচালক নাসরিন জাহান প্রমুখ।

এএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।