কিচ্ছু বললেন না শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২৮ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশের মানুষকে চরম ভোগান্তিতে ফেলে পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। যিনি কর্মসূচি ডাকা সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ সংশোধনসহ আট দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর সকাল বেলার অফিসগামী মানুষ। বিআরটিসির দু-একটি বাস ছাড়া কোনো বাস চোখে পড়ছে না ঢাকার রাস্তায়। সীমিত আকারে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল চলাচল করলেও তাতেও বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।

সচিবালয়ের দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা পরিবহন শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে শাজাহান খান সাংবাদিকদের এড়িয়ে চলে যান। এরপর সাংবাদিকরা প্রশ্ন করতে করতে এগিয়ে গেলে মন্ত্রী যেতে যেতে বলেন, ‘কোনো মন্তব্য নয়।’

আরএমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।