‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৮

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন এ কথা বলেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘ছয় বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে অহিংস আন্দোলন করে আসছি। অথচ আমাদের যৌক্তিক দাবি এখনও বাস্তবায়ন হয়নি।’

তিনি বলেন, ‘বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে সারাদেশে আন্দোলন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত চাকরিপ্রত্যাশীরা শাহবাগ ঘেরাও করে আন্দোলন করছেন। তবে দাবি পূরণে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এ আন্দোলন চলবে। আমরা চাইলেও এখান থেকে সরিয়ে নিতে পারব না।’

তবে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, ‘ইতোমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন বলে তিনি জানিয়েছেন।’

এর আগে চাকরিতে প্রবেশের বসয়সীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে শাহবাগে মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। হাতে প্লাস্টিকের খালি বোতল রাস্তায় বাজিয়ে মানতে হবে ৩৫, এক দাবি, যাব না, সবার দাবি বলে স্লোগান দেন তারা। দিনভর আন্দোলনে থাকায় অনেকে ক্লান্ত হয়ে পড়েন। সংগঠনের পক্ষ থেকে সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে।

এমএইচএম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।