এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ ২০১৮’র মধ্যে


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৬ আগস্ট ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নয়নে ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর সাথে সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও শেষ হবে। উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। রোববার সকালে (১৬ আগস্ট) রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান-থাই ডেভলাপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমচাই কারনাসুতা।

যোগাযোগ মন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে মোট ২০৫ একর জমি অধিগ্রহণ প্রয়োজন। ইতোমধ্যে ২৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খতিগ্রস্তদের পুনর্বাসনের জন্যে দেয়া হয়েছে ১১৫ কোটি টাকা। অধিকন্তু প্রকল্পে খতিগ্রস্তদের জন্যে বাউনিয়া মৌজায় ৪০ একর জমির উপর বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে বলেও জানান তিনি।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের চুক্তি সম্পন্ন হয় ১৫ ডিসেম্বর ২০১৩। প্রকল্পের দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। মেইন লাইন হবে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। প্রকল্প ব্যায় আট হাজার নয়শ চল্লিশ দশমিক একআট কোটি টাকা।

প্রকল্পের রুটগুলো হচ্ছে- বিমানবন্দর, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, যাত্রাবাড়ী হয়ে কুতুবপুর পর্যন্ত।

# ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু

আরএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।